কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় ২৭তম জীবননগরের ফাতেমা

জীবননগর ব্যুরো: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলফলে জীবননগর শহরের আঁশতলাপাড়ায় অবস্থিত ইসলামীয় মহিলা মাদরাসার ছাত্রী ফাতেমা খাতুন মেধার স্বাক্ষর রেখেছে। সে সারাদেশের মেধা তালিকায় ২৭তম স্থান অধিকার করেছে। এছাড়াও একই মাদরসার সুমাইয়া খাতুন ৫৪তম স্থান অধিকার করে এ মাদরাসার মুখ উজ্জ্বল করেছে।
ইসলামীয়া মাদরাসা সূত্র জানায়, বাংলাদেশ কওমি মাদরাসার বোর্ডের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৫ম শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়ে সারাদেশের মেধা তালিকায় ২৭তম স্থান অধিকারী এ মাদরাসার ছাত্রী ফাতেমা খাতুন উপজেলার দেহাটি গ্রামের খাজা বিশ্বাসের মেয়ে। অপরদিকে ৫৪তম স্থান অধিকারী সুমাইয়া খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের ইমরোজ আলীর মেয়ে। এছাড়াও এ মাদরাসা হতে ওই পরীক্ষায় অংশ নিয়ে একজন জন স্ট্যান্ড ও ৩ জন ফাস্টক্লাস এবং ৭ম শ্রেণির পরীক্ষায় ৩ জন স্ট্যান্ড ও ৫ জন মেয়ে ফাস্টক্লাস পেয়েছে।