ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচনী এজেন্ট যুবমৈত্রী নেতা মামুন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনে এমপি প্রার্থী সিরাজুল ইসলাম শেখের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলার সভাপতি মামুন-অর-রশিদকে নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত এক সভায় দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, চুয়াডাঙ্গা জেলা শাখার চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন সংক্রান্ত জরুরীসভা গতকাল বৃহস্পতিবার পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পার্টির জেলা প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মজনুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচনী এজেন্ট মনোনীত করা ছাড়াও ৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হন জেলা নেতা কমরেড আলাউদ্দীন উমর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রার্থী সিরাজুল ইসলাম শেখ, আলাউদ্দীন উমর, দাউদ হোসেন, মামুন-অর-রশিদ, জামাত আলী, আনোয়ার হোসেন বিশ্বাস প্রমুখ। সভাটি পরিচালনা করেন ওয়াহেদ আলী।