ওবামার বিরুদ্ধে মামলা করতে বিল পাস

মাথাভাঙ্গা মনিটর: সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘনের অভিযোগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা করার প্রস্তাবঅনুমোদন করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের বিরোধীদল রিপাবলিকান পার্টিরনিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদে গত বুধবার ২২৫-২০১ ভোটে প্রস্তাবটি পাসহয়।এর ফলে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার জন্য কংগ্রেসের আইন কর্মকর্তারা এখন কাগজপত্র তৈরি করবেন।

রিপাবলিকানদেরঅভিযোগ, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে যে ক্ষমতা দিয়েছে তা লঙ্ঘনকরে ওবামা বিভিন্ন সময়ে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিভিন্নসিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন।বহুল আলোচিত স্বাস্থ্যসেবা আইনের আওতায়ব্যবসা প্রতিষ্ঠানে কর্মীদের স্বাস্থ্যবীমা নিশ্চিত করতে বেধে দেয়া সময়পিছিয়ে দেয়ার ক্ষেত্রেও তিনি এটা করেছেন বলে রিপাবলিকানদের অভিযোগ।এ অভিযোগ উড়িয়ে দিয়ে ওবামা বলেছেন,মামলা করার এ উদ্যোগ সময়ের অপচয় ছাড়া আর কিছুই না।সবাইদেখতে পাচ্ছে- এটা একটা রাজনৈতিক চাল। তারা (রিপাবলিকান) যদি কোনো কাজেইরাজি না থাকে,তাহলে যেটুকু পারবো আমাদের নিজেদেরই তা করতে হবে। অবৈধঅভিবাসীদের দেশে ফেরত পাঠানোর সংখ্যা কমিয়ে আনা,এক মার্কিন সেনাকেউদ্ধারের জন্য তালেবান জঙ্গিদের ছেড়ে দেয়ার মতো সিদ্ধান্তের ক্ষেত্রেওওবামা কংগ্রেসকে পাশ কাটিয়েছেন বলে রিপাবলিকানদের অভিযোগ।প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারও রিপাবলিকানদের প্রস্তাবকে সমর্থন দিয়েছেন।