ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে পুলিশের চার স্তরের নিরাপত্তা

মুজিবনগর প্রতিনিধি: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে গোটা কমপ্লেক্স এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে পুলিশ। নিরাপত্তা পর্যবেক্ষণের লক্ষ্যে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রবেশ পথে, আর্চওয়ে গেটসহ তল্লাশি করে অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থা থাকছে।

এদিকে পোশাকী পুলিশের পাশাপাশি শাদা পোশাকে দায়িত্ব পালন করবে পুলিশের প্রয়োজনীয় সংখ্যক সদস্য। এছাড়াও থাকছে গোয়েন্দা নজরদারী। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই অনুষ্ঠান শেষ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ। গতকাল রোববার বিকেলে মুজিবনগর আম্রকাননে প্রেস বিফ্রিং এ নিরাপ্তার বিষয়টি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীবৃন্দ।