এ ভোট জনগণ মানবে না : ফখরুল

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনকে নীল নকশার নির্বাচন বলে আখ্যা দিয়ে এটি জনগণ মানবে না বলে মন্তব্য করেছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল শনিবার রাতে দলীয় প্যাডে গণমাধ্যমে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ নির্বাচন সত্যিকার অর্থেই হাস্য-কৌতুকের প্রহসনে পরিণত হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে বলেই আওয়ামী লীগ এ ধরনের একটি জনসম্পৃক্ততা বিহীন নির্বাচনের পথ বেছে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এ ভোট জনগণ মানবে না। চলমান আন্দোলনের মধ্যদিয়ে ইতোমধ্যেই জনগণ নির্বাচন প্রত্যাখান করেছে বলে দাবি করেন তিনি। বিবৃতিতে আবারো একতরফা ভোট বর্জনের আহ্বান জানান ফখরুল। তিনি বলেন জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য নিরন্তর গণআন্দোলন গড়ে তুলেছে। অসংখ্য মানুষ সরকারের নির্যাতনে প্রাণ দিয়েছেন, গ্রেফতার হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এ ফ্যাসিবাদী নৈরাজ্যের জবাব দিতে চাই।বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে অভিযোগ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন- চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখার পাশপাশি তার রাজনৈতিক কার্যালয় এবং বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে।