এরশাদ এখন গণতান্ত্রিক : ইনু

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদকে গণতান্ত্রিক আখ্যা দিয়ে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গত ২৩ বছরে এরশাদ গণতান্ত্রিক ধারাকে স্বীকার করে নিয়েছেন এবং সে ধারায় তিনি রাজনীতি করতে সম্মত হয়েছেন বলে আমরা জোটবদ্ধ হয়েছি। গতকাল বুধবার শহীদ ডা. মিলনের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

এরশাদের সামরিক শাসনের সময়ে গুলিতে নিহত হওয়া ডা. মিলনের ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান জাসদ সভাপতি। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকরা এরশাদের সাথে জোট বাধার বিষয়টি তুললে ইনু তাকে (এরশাদকে) গণতান্ত্রিক বলে আখ্যায়িত করেন।
তফশিল ঘোষণা হওয়ায় আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে কি-না এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, আলোচনার দরজা বন্ধ হয়নি। প্রার্থিতা প্রত্যাহারের সময় পর্যন্ত আলোচনার সম্ভাবনা আছে। তফশিল ঘোষণার সাথে আলোচনার কোনো সম্পর্ক নেই। জাসদ ছাত্রলীগ, বাসদ, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশন, ছাত্রইউনিয়নসহ বাম ও গ্রগতিশীল ছাত্র সংগঠনগুলো শহীদ; ডা. মিলনের ভাস্কর্যে শ্রদ্ধা জানায়।