এরশাদের বিরুদ্ধে ইসির মামলা

 

স্টাফ রিপোর্টার: যথাসময়েআয়-ব্যয়ের হিসাব দাখিল না করায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেকরাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।সদরউপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবতাব উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। একইআসনে জাসদের প্রার্থীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এসব মামলার বিষয়ে তদন্তচলছে। শিগগির তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। গতরোববার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমানস্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর পাঠানো হয়। চিঠিতেমামলা করে কমিশনকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।নির্বাচনী আইনঅনুযায়ী, গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের ব্যয়ের হিসাব নিজ নিজরিটার্নিং অফিসারের কাছে জমা দেয়ার আইনি বিধান রয়েছে এবং এর অনুলিপি ইসিসচিবালয়েও পাঠানোর কথা রয়েছে।দশম সংসদ নির্বাচনে এরশাদলালমনিরহাট-১ আসনে পরাজিত হন।