এমপি শাম্মী আক্তার ও বকুল আটক

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার এমপিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটে তাকে আটক করা হয়। পুলিশ অবশ্য পরে জানিয়েছে শাম্মী আক্তারকে আটক করা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি ও সাবেক এমপি সাখাওয়াত হোসেন বকুলকে একই স্থান থেকে আটক করে পুলিশ। তবে পুলিশ ড. আর এ গণিকে আটকে না রেখে তার বাসায় পৌঁছে দেয়। এদিকে রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে আবিদ আউয়ালসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক মাস আগে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে আব্দুল আউয়াল মিন্টুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তিনি এখনো কারাগারে আটক রয়েছেন। গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন তার কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে ২৯ ডিসেম্বর ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন। এরপর রাতে বাংলা মোটর এলাকায় একটি বাসে আগুন লাগলে ট্রাফিক পুলিশ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের নামে মামলা করে পুলিশ। একইসাথে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির কোনো নেতাকর্মীকে ভিড়তে দেয়নি পুলিশ। সন্ধ্যায় খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পাশে বিএনপির শীর্ষ নোতদের কাউকে দেখা যায়নি। একটি সূত্র জানায়, পুলিশের গ্রেফতারের ভয়ে বিএনপির শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছেন।