এমএইচ১৭ : ব্ল্যাক বক্স ওমৃতদেহ দিলো বিদ্রোহীরা

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশিয়াএয়ারলাইন্সের বিধ্বস্ত এমএইচ১৭ ফ্লাইটের ‘ব্ল্যাক বক্স’ এবং যাত্রীদেরমৃতদেহ হস্তান্তর করেছে ইউক্রেইনের পূর্বাঞ্চলের রুশপন্থিবিচ্ছিন্নতাবাদীরা। পূর্বইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্কে এক আলোচনা শেষে মালয়েশীয়প্রতিনিধিদলের কাছে ব্ল্যাক বক্স হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে প্রবেশে সোমবারজাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির কয়েকঘণ্টার মধ্যেই এ হস্তান্তর প্রক্রিয়াসম্পন্ন হয়।ওদিকে, ট্রেনে তোলা ব্যাগভর্তি ২শ’ লাশ বিদ্রোহী-নিয়ন্ত্রিতশহরের বাইরে ইউক্রেইন সরকার-নিয়ন্ত্রিত খারকিভ শহরে পৌঁছেছে।লাশগুলো শনাক্ত করারজন্য নেদারল্যান্ডসে নিয়ে যাওয়ার কথা রয়েছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীউদ্ধার করা মৃতদেহগুলো নেদারল্যান্ডস কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয়া নিয়ে রুশপন্থিবিচ্ছিন্নতাবাদীদের সাথে সমঝোতায় পৌঁছানোর পর ট্রেনে করে লাশ খারকিভে পৌঁছে দেয়তারা।গত ১৭ জুলাই দোনেস্কে এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ২৯৮ আরোহীর সবাইনিহত হয়।