এবার দক্ষিণচাঁদপুরের আরও ন’জন মাদকদ্রব্য বিকিকিনি না করার সিদ্ধান্ত নিলো

দর্শনা অফিস: মাদকদ্রব্যের কূফল সম্পর্কে জেনে তা পরিহার করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণচাঁদপুরের আরও নয়জন। তারা মাদক বিকিকিনি না করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছে। নিজেদের ভুল বুঝে বিজিবির কাছে লিখিত অঙ্গীকার দিয়েছে। দর্শনা বিজিবি ক্যাম্পে সশরীরে হাজির হয়ে তারা লিখিত অঙ্গীকার করেছে। স্থানীয় মাতবররদের সাথে নিয়ে বিজিবি ক্যাম্পে মাদককারবারীরা লিখিত অঙ্গীকারনামা দিয়েছে। এরই মাঝে দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুরের পাঁচজন চিহ্নিত মাদককারবারী লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছে। তিনদিনের মাথায় আরও নয়জন দিলো এ অঙ্গীকার। গতকাল বুধবার বিকেলে দর্শনা বিজিবি ক্যাম্পে অভিযুক্ত নয় মাদককারবারী হাজির হলে মাদকের কুফল সম্পর্কে ধারণা দেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান ও হাবিলদার জিল্লুর রহমান। এ সময় দক্ষিণচাঁদপুর মল্লিকপাড়ার নুরবক্স মণ্ডলের ছেলে ছামির উদ্দিন ওরফে বগা, নজরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম, ফকিরপাড়ার বজলুর রহমানের ছেলে মতিয়ার রহমান ওরফে মতি, মাঝপাড়ার রওশন আলীর ছেলে আব্দুল গাফফার, স্টেশনপাড়ার রুহুল আমীনের ছেলে রফিকুল ইসলাম, ইদ্রিস আলী ওরফে ইদুর ছেলে ইমন, মগবুল হোসেনের ছেলে তৈয়ব আলী, জুম্মপাড়ার ইদ্রিস মণ্ডলের ছেলে আকসেদ আলী, মল্লিকপাড়ার নজরুল ইসলামের সাইফুল ইসলাম ও ঈশ্বরচন্দ্রপুরের ইউনুস মণ্ডলের ছেলে আফতাব অঙ্গীকার করে তারা মাদক বিক্রি করবে না।