এবার চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের চালান আটক

 

মাথাভাঙ্গা অনলাইন : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮‘শ ৭৬ গ্রাম স্বর্ণসহ আব্দুল মতিন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।রোববার সকালে দুবাই শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন মতিন। তিনি ফেনী ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশিনার(এসি, বিমানবন্দর) সুশান্ত পাল  বলেন,‘ওই ফ্লাইটে করে অবৈধভাবে স্বর্ণ নিয়ে আসছে এমন সংবাদ আমাদের কাছে ছিল। ওই সংবাদের ভিত্তিতে মতিন ইমিগ্রেশন করতে আসলে সেখাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।‘তিনি বলেন, তার কাছে স্বর্ণ রয়েছে কিনা জানতে চাইলে মতিন প্রথমে অস্বীকার করেন। পরে তাকে বিমানবন্দরের কাস্টমস কার্যালয়ে নিয়ে দেহ তল্লাশী করা হয়।এসময় তার অন্তর্বাসের ভেতর ৪১০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ও হাটুতে নিক্যাপের ভেতরে তিন ধরণের মোট ৬৯টি স্বর্ণের চেইন পাওয়া যায়।আটককৃত সোনার বারগুলোর প্রত্যেকটির ওজন ১০ গ্রাম। আর ৬৯টি সোনার চেইনের ওজন ৪১০গ্রাম বলে জানান সহকারী কমিশনার।

CTG-AIR-PORT-sm20130901033332