এবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিওর অর্থ ছাড়

স্টাফ রিপোর্টার: অনুদানভুক্ত বেসরকারি এবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জানুয়ারি থেকে মার্চ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের (এমপিও) টাকা ছাড় করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষকরা স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে তিন মাসের তৃতীয় কিস্তির টাকা উত্তোলন করতে পারবেন। ১৬ এপ্রিল ৪টি চেকের মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এমপিওর টাকা হস্তান্তর করা হয়েছে।