এপাশে মৃত্যুওপাশে বিয়ে

 

মাথাভাঙ্গা মনিটর: ইসরায়েলের প্রায় একতরফা হামলায় ফিলিস্তিন-শাসিত গাজা উপত্যকা মৃত্যুপুরীতেপরিণত হয়েছে। প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সেখানকার বাতাসে বারুদেরগন্ধ, চারদিকে শোকের মাতম। আর ওপাশেই ইসরায়েলের একটি শহরে আনন্দ-ফুর্তিরমধ্যদিয়ে বিয়ের একটি অনুষ্ঠান হয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সেডেরত শহরের গত ১৬ মে বিয়ের ওই অনুষ্ঠানটি হয়।শহরটির একটি ধর্মীয় স্কুলের ভেতরে সুরক্ষিত স্থানে ঘটা করে বিয়ে করেন জিভা মোরদেচাই ও হেইম জোহান।বিয়েতেআনন্দ-ফুর্তির কমতি ছিলো না। কয়েক’শ অতিথির উপস্থিতিতে ঐতিহ্য মেনে বিয়েরআনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরিবেশিত হয় ঐতিহ্যবাহী নৃত্য।গাজায় ইসরায়েলিহামলা গতকাল শনিবার দ্বাদশ দিনে গড়িয়েছে। গতকাল ভোরে খান ইউনিস শহরে একটিমসজিদের বাইরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সাতজন নিহত হয়। এরপর গাজায়আরও হামলা হয়। এতে চারজন নিহত হয়। গতকালের ঘটনা নিয়ে গত ১২ দিনে গাজায় নিহতেরসংখ্যা ৩০৭ জনে পৌঁছেছে। আহত হয়েছে দু সহস্রাধিক ফিলিস্তিনি। হতাহতব্যক্তিদের অধিকাংশ বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।অপরদিকে চলমান সংঘাতে এ পর্যন্ত দুজন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন।