এনজিও ঋন না পাওয়াই আলমডাঙ্গার বাগুন্দার গৃহবধূর বিষপানে আত্মহত্যা

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাগুন্দার গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। জানা গেছে গত বুধবার  দুপুরের আইলহাস ইউনিয়নের বাগুন্দা গ্রামের শফিকুলের স্ত্রী ২ সন্তানের জননী আনজিরা খাতুন (৩০) নিজ বাড়ি থেকে সরোজগঞ্জ বাজারের ওয়েব এনজিওর ঋন নিতে আসে। ওয়েভ অফিসের কর্মীরা ঋন না দেয়ার কথা বলে তার জমানো  সঞ্চায়ের টাকা ফেরত দিয়ে তাড়িয়ে দেয়। সেই অভিমানে সরোজগঞ্জ বাজার হতে বিষ কিনে বাড়িতে গিয়ে বিষ পান করেন। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। গতকাল দুপুরে তার লাশ চুয়াডাঙ্গা থেকে ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে নেয়া হয়। বিকেলে তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসীর অভিযোগ ওয়েভ (এনজিও) ঋন দেবে না তাকে কেনো বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপমান করে তাড়িয়ে দিলো। আগে জানালে কি তার দু সন্তান এতিম হতো।