এনকেফালাইটিসে কোলকাতায় আরও দুজনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে আরওদুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে এ পর্যন্তএ রোগে ২১০ জনের মৃত্যু হলো।আর আক্রান্তের সংখ্যা ৭৮১ জন।উত্তরাঞ্চলেরসাতটি জেলায় এনকেফালাইটিস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জেলাগুলো হলো-দার্জিলিং,জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ার,উত্তর দিনাজপুর,দক্ষিণদিনাজপুর ও মালদহ। গতরোববার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, গত জানুয়ারিতে প্রথম দেখা দেয় এরোগ।ইতোমধ্যে এ রোগে মারা গেছে ২১০ জন।তিনি আরও বলেন, জুলাই থেকে এখনপর্যন্ত এ রোগে মারা গেছেন ৮৮ জন এবং আক্রান্ত হয়েছে ৫৪৯ জন।তবে কোলকাতারএকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল মৃতের সংখ্যা ১৪৭ বলে জানিয়েছে।এনকেফালাইটিসপরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেএকটি বিশেষজ্ঞ দল। এছাড়াএ রোগ প্রতিরোধের লক্ষ্যে মশা ও শূকরনিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছেন জেলা সাতটির স্বাস্থ্য আধিকারিকেরা।