এক মাছের দাম ১ লাখ ৮৬ হাজার টাকা!

 

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৩১০ কেজি ওজনের একটি কৈ কোরাল মাছ। চট্টগ্রামের একজন মাছ ব্যবসায়ী ১ লাখ ৮৬ হাজার টাকায় জেলেদের কাছ থেকে এটি কিনে নিয়েছেন। পাইকারি দরেই প্রতিকেজি মাছের দাম পড়েছে ৬০০ টাকা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর পাথরঘাটা ফিশারি ঘাট থেকে মাছটি বিক্রির উদ্দেশে নগরীর অভিজাত কাঁচা বাজার কাজীর দেউড়িতে নেয়া হয়। এ সময় বিশাল এ মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভীড় করে। জানা গেছে, গত রোববার গভীর সাগরে জেলেদের জালে বিশাল এ মাছটি ধরা পড়ে। সাগর থেকে ফিশারিঘাটে আনার পর প্রায় ১৬ জন মাছ ব্যবসায়ী জড়ো হন মাছটি কেনার জন্য। এরমধ্যে কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্বোচ্চ মূল্য দিয়ে মাছটি ক্রয় করেন। জাহাঙ্গীর আলম জানান, একলাখ ৮৬ হাজার টাকায় আমি মাছটি কিনেছি। পাইকারি দরে প্রতিকেজি মাছের দাম পড়েছে ৬০০ টাকা। আগামী বৃহস্পতিবার মাছটি কাটা হবে। কাটার পর প্রতি কেজি মাছ ৮০০ টাকা দরে বাজারে বিক্রি করা হবে।