এক বছর পর আপন ঠিকানায় ফিরলো তরিকুল

দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠক

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশি এক যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বেলা ১১টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলারের কাছে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা কোম্পানি কমান্ডার অহিদুল ইসলাম ও বিএসএফর গেদে কোম্পানি কমান্ডার তারা দত্ত। এছাড়া দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান ও দামুড়হুদা থানার এসআই বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন। বছর খানেক আগে রাজশাহী সীমান্ত পথে অবৈধভাবে ভারত প্রবেশ করে নওগা জেলার সাফার উপজেলার কলমোডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল (২০)। তরিকুল ভারতের মালদাহ বিএসএফর হাতে ধরা পরার পর একটি সেফহোমে রাখা হয়। পরে গতকাল তরিকুলকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। ১ বছর পর আপন ঠিকানায় ফিরেছে তরিকুল।