এক দিনেই নায়ক কেজরিওয়াল!

মাথাভাঙ্গা মনিটর: ক্ষমতা যদি এক দিনের জন্যও হাতে আসে কী করা যেতে পারে-তা দেখিয়ে দিলেন আম আদমির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এতো দিন বলিউডের নায়ক চলচ্চিত্রের অনিল কাপুরকে দেখে এসেছিলেন এক দিনের মুখ্যমন্ত্রীর চরিত্রে। কিন্তু চলচ্চিত্র আর বাস্তব এক নয়। তবুও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার এক দিনের মধ্যেই অরবিন্দ কেজরিওয়াল যা করে দেখিয়েছেন তা চলচ্চিত্রকেও হার মানায়। কী করেছেন তিনি? কাজ শুরুর প্রথম ঘণ্টায় তোলপাড় করে দিয়েছেন প্রশাসনযন্ত্রকে। প্রথম দিনের ছয় ঘণ্টার মধ্যেই নয়জন বর্ষীয়ান আমলাকে বদলি করেছেন। এর মধ্যে রয়েছেন দিল্লি জল বোর্ডের প্রধান নির্বাহী। প্রথম দিন টানা ছয় ঘণ্টা কাজ করেছেন৷ অনেকগুলো বৈঠক করেছেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন, নেতা-মন্ত্রী-আমলা কেউই লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না৷ মন্ত্রী-আমলারা অযথা কোনোও নিরাপত্তা নিতে পারবেন না। গাড়ির সামনে কোনো পুলিশের টহল থাকবে না৷ সবচেয়ে বড় কথা, অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দিয়েছেন যে, তিনি মাত্র ১০ দিনেই দিল্লির সমস্যার সমাধান করার পথ বের করে ফেলবেন! এরপরই কেবল সমস্যা সমাধানের জন্য জনগণের কাছ থেকে অভিযোগ শুনবেন।