একেই বলে বিধি বাম

আলমডাঙ্গা ব্যুরো: সবকিছু ম্যানেজ করেও হাটবোয়ালিয়া সাপ্তাহিক পানহাটের একমাত্র দরদাতা হয়েও শেষ রক্ষা হলো না। সিডিউলে টাকার অঙ্ক লিখতে ভুল করায় শেষাবধি হাটটির ইজারা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, গতকাল ছিলো আলমডাঙ্গা উপজেলার সকল হাটবাজার ইজারার দিন। এ উপলক্ষে উপজেলা চত্বরে টেন্ডারের সিডিউল জমাদানকারীদের হইহুল্লোড় ছিলো সারাদিন। উপজেলার সকল হাট-বাজার সুষ্ঠুভাবে ইজারা দেয়া হলেও দুর্ভাগ্যক্রমে ব্যতিক্রম ঘটে হাটবোয়ালিয়া সাপ্তাহিক ও পানহাটের ক্ষেত্রে। এ হাটের সরকারি সর্বনিম্ন দর দেয়া হয়েছিলো ১ লাখ ৭৭ হাজার ৯শ টাকা। এ হাটের একমাত্র দরপত্রদাতা তার জমাকৃত দরপত্রে ১ লাখ ৮৫ হাজার টাকা উল্লেখের পরিবর্তে ভুল করে মাত্র ৮৫ হাজার টাকা লিখেছেন বলে সংশ্লিষ্ট ১টি সূত্র জানিয়েছে। এ কারণে হাটটির ইজারা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ।