মিরপুরের চিথলিয়া ও ধুবইল ইউপির নির্বাচন ২৩ মে

 

স্টাফ রিপোর্টার: মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ও ১৩ নং ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১শ’ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ওই দু’টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১শ’ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৬৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন। এর মধ্যে চিথলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন এবং ধুবইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন প্রার্থী রয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাসদের একাধিক প্রার্থী থাকলেও বিএনপির একক প্রার্থী রয়েছে। ১ নং চিথলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবলু, জাসদের ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএনপির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, বর্তমান চেয়ারম্যানের ভাই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম।

অন্যদিকে ১৩ নং ধুবইল ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান মামুন, বিএনপির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল দল থেকে পদত্যাগ করে জাসদের প্রার্থী হয়েছেন। এছাড়াও ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল কাদের ও সাবেক সভাপতি জালাল উদ্দিন জাসদের বিদ্রোহী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান আওয়ামী লীগে বিদ্রোহী এবং আবু আজম ও আব্দুল গণি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

উল্লেখ্য, ৩০ এপ্রিল বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ মে এবং ২৩ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।