একটি বাড়ী একটি খামার প্রকল্পের মতবিনিময় সভায় সদর ইউএনও

সরকারের দেয়া সুযোগকে কাজে লাগানোর আহ্বা

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: একটি বাড়ি একটি খামার প্রকল্প ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। দেশের দারিদ্রতাকে শূন্যের কোঠায় আনার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ৯টি গ্রুপে ৫৪০ জন হতদরিদ্র মানুষকে এ কর্মসূচির মাধ্যমে ঋণ প্রদান করা হয়েছে। এ অর্থ রিলিফ কিংবা অনুদান নয়। এর মাধ্যমে গরু, ছাগল পালন করে বা কোনো ব্যবসা বাণিজ্য প্রতিটি দরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে। সরকারের দেয়া সুযোগকে সবাই কাজে লাগাতে হবে। গতকাল সোমবার বিকেল ৪টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু হাসনাত শাহীয়ার। উপস্থিত ছিলেন ইউপি সচিব জিয়াউর রহমান, ফিল্ড সুপারভাইজার ফরজ আলী ও হেলাল উদ্দিন।