একই পরিবারের চারজন খুন : ঘরজামাই আটক

স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আদিবাসী একটি পরিবারের চার সদস্য ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই পরিবারের ঘরজামাইকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাতে উপজেলার ভিমপুর তালতলী আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তির নাম সুমন হেমরম (৩৬)। নিহত ব্যক্তিরা হলেন- সুমনের শাশুড়ি সন্ধ্যা রানী (৪৮), শ্যালিকা তেরেজা মারান্ডি (২২), ফুপা শ্বশুর মার্কেল হেমরম ও নিজের ছেলে সানি হেমরম (৬)। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুমনের স্ত্রী সিলভিয়া (২৮)। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আটক সুমন। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, আদিবাসী ওই পরিবারে ঘরজামাই হিসেবে ছিলেন সুমন। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে গতকাল শনিবার ভোররাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে নিজের স্ত্রী, সন্তানসহ শ্বশুরবাড়ির সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তিনি।