এই প্রথম নাটকের গানে রুনা-সাবিনা

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো কোনো নাটকের গানে কণ্ঠ দিলেন দেশের প্রখ্যাত দুসঙ্গীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। গানটি ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিক নাটকে ব্যবহৃত হবে।ফরিদ আহমেদের সুর ও সঙ্গীতায়োজনেগানটিতে গতকাল রোববার কণ্ঠ দেন রুনা লায়লা। এর আগে গত মে মাসে গানটিতে কণ্ঠদিয়েছিলেন সাবিনা ইয়াসমীন। ফারিয়া হোসেন রচিত দলছুট প্রজাপতিধারাবাহিকের পরিচালক আরিফ খান।দলছুট প্রজাপতি উড়ে যায় কোন আকাশে, জানে না কেউ জানে না দাগ রেখে যায় বাতাসে, ছাড়িয়ে অচেনা শহর, মাড়িয়ে জোছনাপ্রহর, আবার সে নীড়ে ফিরে আসে’-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।সাবিনাইয়াসমীন বলেন, ‘বড় শিল্পীর সাথে গান গাওয়াটা খুব আনন্দের। এই কাজটাওতেমনই। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা খুবই ভালো হয়েছে। ফরিদ বরাবরই চমত্কারসুর করেন। তাছাড়া গানটির কথাও ভালো।’সাবিনা ইয়াসমীন আরও বলেন, ‘আমাদের দেশে গায়িকাদের দ্বৈত গান খুব একটা হয় না। হলে হয়তো রুনা লায়লারসাথে আমার আরও গান করা হতো। আমরা দুজন কিন্তু অনেক অনুষ্ঠানে একসাথে অংশনিয়েছি। মঞ্চে গান গেয়েছি। রিয়েলিটি শোর বিচারকও হয়েছি।
সাবিনাইয়াসমীন ও রুনা লায়লা প্রথম একসাথে গান করেন ১৯৭৬ সালে। সত্য সাহার সুরেগাওয়া গানটি ‘প্রতিনিধি’ ছবিতে ব্যবহৃত হয়। এবারই প্রথম এই দু সঙ্গীতশিল্পীকোনো নাটকের গানে কণ্ঠ দিলেন।