উড়িষ্যায় বন্যায় ৪৫ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারতের উড়িষ্যা রাজ্যে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।রাজ্যটির বন্যাকবলিত এলাকার ৩ লাখেরও বেশি গ্রামবাসী বিচ্ছিন্নঅবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা থেকে বঞ্চিত রয়েছেন বলে সোমবার জানিয়েছেনসরকারি কর্মকর্তারা।প্রবল বৃষ্টিপাতে মহানদীর পানি বেড়ে দু’কূল ছাপিয়ে যায়।এতে বিশাল এলাকার কৃষিজমি ও রাস্তা তলিয়ে যায়। পানির প্রবল তোড়ে অনেক সেতুও ভেসেযায়।দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, উড়িষ্যার ৩০টি জেলার মধ্যে২৩টি বন্যা কবলিত হয়েছে।এসব জেলার বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোর লাখ লাখবাসিন্দার কাছে শুকনো খাবার,বিশুদ্ধ পানি,প্লাস্টিক শিট ও অন্যান্য ত্রাণ সামগ্রীপৌঁছে দেয়ার জন্য কয়েকশনৌকার ব্যবস্থা করা হয়েছে।উড়িষ্যার বিশেষ ত্রাণকমিশনার পি কে মহাপাত্র থমসন বলেছেন, লোকজন উঁচু এলাকায় আশ্রয়নিয়েছেন এবং তারা নিরাপদ আছেন। পানি থাকায় তারা কয়েক দিনের মধ্যে বাড়িতে ফিরতেপারবেন না।