উপকূলেমালয়েশিয়াগামী ট্রলার বিধ্বস্ত: ২০ যাত্রী নিখোঁজ

 

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরেমাছ ধরার একটি ট্রলার বিধ্বস্ত হয়ে ২০ জন নিখোঁজ রয়েছেন। অবৈধভাবেমালয়েশিয়া যাওয়ার সময় গতকাল সোমবার দুপুরে ট্রলারটি কক্সবাজার শহরের সমিতি পাড়ামোহনায় বিধ্বস্ত হয়।এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় মাহাম্মদ শাহীন (৩৫) নামেএকজনকে উদ্ধার করা হয়েছে। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলারআদিয়াবাসকান্দা গ্রামের জহিরুল হকের ছেলে।স্থানীয় বাসিন্দা শামসুদ্দোহাজানান, সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি হঠাত তীরের দিকে ভেসে আসে।একপর্যায়ে ঢেউয়ের আঘাতে ট্রলারটি বিধ্বস্ত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকেশাহীন নামে ওই যাত্রীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।হাসপাতালেশাহীন সাংবাদিকদের জানান, ট্রলারে ৩০ যাত্রী ছিলেন। তারা মালয়েশিয়াযাত্রাপথে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কবলে পড়েন। জয়নাল নামে তার এক ভাইও ছিলো। ঢেউয়ের টানে ট্রলারটি কূলে আছড়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। তিনিসহ ১০ যাত্রীসাঁতরে কূলে উঠতে পারলেও প্রায় ২০ জন যাত্রী নিখোঁজ আছেন।