উদ্বোধন হলো চুয়াডাঙ্গা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রত্যয় নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভাধীন বনানীপাড়ায় ২০১৮ সেশনে উদ্বোধন হলো চুয়াডাঙ্গা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রবিউল ইসলাম। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গার শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুবই প্রয়োজন। সেই প্রত্যয় নিয়ে আজ আমাদের এলাকায় নতুন ভাবে যাত্রা শুরু করলো চুয়াডাঙ্গা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমি আশা করি চুয়াডাঙ্গা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চুয়াডাঙ্গায় শিক্ষার আলো ছড়াতে সক্ষম হবে। এ সময় আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ সেলিম, উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির সদস্য বিপুল খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য রনি, আকাশ, রোকন আলী, আবু তালেব ও অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ সময় প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক কারি ইমরান হোসেন।