উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

চুয়াডাঙ্গায় ‘একুশে পদক’ প্রাপ্ত সাংস্কৃতিক আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি অ্যাসোসিয়েশন হলচত্বরে উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদ কর্তৃক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। জাতীয় সঙ্গীত ও সংগঠনের সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রবীণ সংস্কৃতিসেবী সাবেক ট্রেড ইউনিয়ন নেতা নিমাইপদ সিংহ রায়। উদীচী চুয়াডাঙ্গার সভাপতি অ্যাড. নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উদীচীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজীর আহমেদ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা থিয়েটারের সভাপতি সরদার আলী হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সংস্কৃতিকর্মী ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আশু বাঙ্গালী, সংস্কৃতিকর্মী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, বক্তব্য রাখেন উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান। শেষে আদিল হোসেনের নেতৃত্বে গণসঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করে শারমিন, রীমা, মালা, মুক্তা, শাওন, জুয়েল, আরিফ, ফরিদ, মাহবুব, শ্রীদাম প্রমুখ কণ্ঠশিল্পীরা।