উথলীতে ৫ শতাধিক ছাত্রীর বাল্যবিয়ে না করার অঙ্গীকার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রী বাল্যবিয়ে না করার অঙ্গীকার করেছে। গতকাল বুধবার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ বিদ্যালয় পরিদর্শনে এলে ছাত্রীরা তার কাছে এ অঙ্গীকার করে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শনে আসেন। এ সময় তিনি বিদ্যালয়ের ছাত্রীদেরকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝান। বাল্যবিয়ের কুফল বুঝতে পেরে বিদ্যালয়ে উপস্থিত ৫ শতাধিক ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজের কাছে অঙ্গীকার করে তারা কেউই ১৮ বছরের আগে বিয়ে করবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক মো. সালাউদ্দীন কাজল, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।