ঈদের কেনাকাটার ভিড়ে স্বজনহারা শিশু অটোচালকের কোলে!

 

স্টাফ রিপোর্টার: ঈদের কেনাকাটার ভিড়ে স্বজনেরা এতোটাই ব্যস্ত যে, তাদের পরিবারের সাড়ে তিন বছরের ক্ষুদে সদস্যের খোঁজই রাখতে পারেননি। চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরে স্বজনহারানো শিশু গতরাতে যখন কেঁদেই অকুল, তখন এক অটোচালক তাকে তুলে নেন কোলে।

গতরাতে ডিঙ্গেদহের মিলন নামের এক ব্যক্তি মোবাইলফোনে এ তথ্য জানিয়ে বলেছেন, অটোচালক যখন শিশুর মা অথবা তাকে সাথে নিয়ে মার্কেটে আসা নিকটজনেদের খোঁজ না মেলে, তখন তিনি তার বাড়িতেই নিয়ে যান। মিলন বলেছেন, শিশুর বয়স আনুমানিক তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে হবে। বাপ-মায়ের নামধাম বলতে পারছে না। শুধুই কাঁদছে। অবশ্য কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে থেমেছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু ডিঙ্গেদহ মোকামতলার অটোচালক শহীদের নিকটেই ছিলো।