ঈদের আগে টাকা না পেয়ে ক্ষোভ চুয়াডাঙ্গার হিজড়াদের

 

স্টাফ রিপোর্টার: ঈদে কেন পৌরসভা থেকে টাকা দিলো না? এ প্রশ্ন তুলে চুয়াডাঙ্গা সাতগাড়ির হিজড়াপাড়ার কয়েকজন হিজড়া ক্ষোভ প্রকাশ করে বলেছে, কুষ্টিয়া পৌরসভাসহ অনেক পৌরসভা থেকেই এবারের ঈদে হিজড়াদের টাকা দেয়া হয়েছে। অথচ আমাদের দেয়া হয়নি।

হিজড়াদের জন্য ঈদপূর্বে কোনো বরাদ্দ এসেছে? প্রশ্ন নিয়ে তিনদিন ধরে চুয়াডাঙ্গা পৌরসভা, জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয়সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে খোঁজ নিয়েও বরাদ্দের হাদিস মেলেনি। ত্রাণ দফতর থেকে বলা হয়েছে, শুধু ঈদেই নয়, এযাবৎকালে হিজড়াদের নামে কোনো বরাদ্দ আসেনি। পৌরসভা থেকেও জানানো হয়েছে অভিন্ন তথ্য। তা হলে অন্য জেলার পৌরসভা থেকে হিজড়াদের কিসের টাকা দেয়া হলো? সে প্রশ্নের জবাব অবশ্য জানা সম্ভব হয়নি। অভিযোগকারী হিজড়ারা অবশ্য সে সম্পর্কে কোনো তথ্য জানেও না। শুধু বলেছে, আমাদের দিন কাটে কীভাবে কেউ দেখে না। ছেলে নাচিয়ে আর তালিয়ায় কি পেট চলে?