ইসির হিসাবে ভোটের হার ৩৭ দশমিক ৮৮ শতাংশ

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর্যালোচনায় দেখা গেছে ভোটারদের প্রদত্ত ভোটের হার প্রায় ৩৭ দশমিক ৮৮ শতাংশ। নির্বাচন কমিশন প্রদত্ত বেসরকারি ফলাফল থেকে প্রাপ্ত তথ্য এবং নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তবে নির্বাচন কমিশন (ইসি) এ ব্যাপারে অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি। যদিও নির্বাচন বিশ্লেষক ও অভিজ্ঞমহল নির্বাচন কমিশন থেকে ঘোষিত এ ভোট সংখ্যা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। তারা মনে করেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আগত ভোটার ছিলো খুবই কম। এতে ১০ শতাংশের বেশি হতেই পারে না। ফেমা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ দেশের প্রথম সারির গণমাধ্যম ব্যক্তিরা ভোটের হার ১০ শতাংশ বলে উল্লেখ করেছেন। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিন শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো রিপোর্ট অনুযায়ী বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতায় প্রায় চার শতাধিক ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া দুর্গম পাহাড়ি এলাকার ফলাফল পৌঁছুনোর বিলম্বের কথা উল্লেখ করে এখন পর্যন্ত প্রদত্ত ভোটের কোনো সঠিক পরিসংখ্যান দিতে পারেনি নির্বাচন কমিশন।