ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন হল চত্বরে বৃক্ষরোপণ

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে সবুজ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। লেখাপড়া, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সুবজ বনায়নের মধ্যদিয়ে এই বিশ্ববিদ্যালয়কে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করা হবে। আর এজন্য বর্ষা মরসুমে বৃক্ষরোপণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি অনুমতি নিয়ে সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করতে পারবেন। তিনি বলেন, এ বছর প্রায় ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের পরিকল্পনা আছে। ভাইস চ্যান্সেলর বলেন, ক্যাম্পাসে আমরা বোটানিকেল গার্ডেন তৈরির স্বপ্ন দেখছি। সকলের সহযোগিতা পেলে আমাদের এই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রভোস্ট কাউন্সিলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল চত্বরে বৃক্ষরোপণকালে ভাইস চ্যান্সেলর ড. হারুন-উর-রশিদ আসকারী এসব কথা বলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বলেন, প্রতিটি আবাসিক হল চত্বরে বৃক্ষরোপণের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়কে সবুজ ক্যাম্পাসে পরিণত করার কাজ একধাপ এগিয়ে গেলো। তিনি বলেন, বৃক্ষ অক্সিজেন তৈরিতে বড় ভূমিকা রাখে। বর্তমান সরকারের জলবায়ু পরিবর্তনের কর্মসূচিতে বৃক্ষরোপণের মধ্যদিয়ে আমরাও এগিয়ে চলেছি। উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম, প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া, প্রফেসর ড. এসএম মোস্তফা কামাল, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। প্রেসবিজ্ঞপ্তি।