ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে ইরান

 

মাথাভাঙ্গা মনিটর: ইসরাইলেরএকটি পাইলটবিহীন গোয়েন্দা বিমান বা ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানেরইসলামী রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে,এ বাহিনীর আকাশপ্রতিরক্ষা ইউনিট ড্রোনটি ভূপাতিত করেছে। আইআরজিসি আজ (রোববার) এক বিবৃতিতেজানিয়েছে,আকাশ প্রতিরক্ষা ইউনিট বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেড্রোনটিকে বিধ্বস্ত করেছে। ইহুদিবাদী ইসরাইল রাডার ফাঁকি দিতে সক্ষম এড্রোনটি ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পরমাণু স্থাপনার আকাশেপাঠিয়েছিলো। কিন্তু নাতাঞ্জের আকাশে ঢোকার আগেই আইআরজিসি এটিকে শনাক্ত করেভূপাতিত করে। খবর আইআরআইবি।