ইলিশ ধরার দায়ে ছয় মৎস্যজীবীকে ত্রিশ হাজার টাকা জরিমানা

 

কুষ্টিয়া প্রতিনিধি: অবৈধভাবে ইলিশ মাছ ধরার দায়ে ৬ মৎস্যজীবীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত পীযূষ চন্দ্র দে এ জরিমানা আদায় করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের পদ্মার তীরবর্তী এলাকায় ইলিশ মাছ ধরছে মৎস্যজীবীরা। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান। পরে উদ্ধারকৃত পনের কেজি ইলিশ মাছ ২টা এতিমখানায় বিতরণ করা হয়। সেই সাথে মৎস্যজীবিদের বারো হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।