ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত :নিহত ৪৮

 

মাথাভাঙ্গা মনিটর: ইরানেররাজধানী তেহরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪৮ আরোহীরসকলেই নিহত হয়েছেন। বেসরকারি বিমান সংস্থা তাবান এয়ারলাইন্সের অ্যান্তোনোভএআর- ১৪০ বিমানটি তেহরান থেকে উত্তরাঞ্চলীয় শহরে তাবাসে যাওয়ার পথে আকাশেওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকাল ৯.১০ মিনিটেমেহরাবাদ বিমানবন্দরের উত্তরে আজাদি উপশহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কর্মীদের তৎপরতা চলছে। দুর্ঘটনার পরপরই একটি তদন্তদল ঘটনাস্থলে গেছে বলে জানিয়ে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্রহোসেইন দেরাখশান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এর সঠিক কারণ সম্পর্কেতাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞারকারণে নতুন বিমান বা বিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করা ইরানের জন্যকার্যত অসম্ভব হয়ে গেছে হয়ে উঠেছে। এ কারণে ইরানের যাত্রীবাহী বিমানসাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।সাম্প্রতিকসময়ে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিলো ইরানের উত্তরাঞ্চলীয় অঞ্চলে। ২০১১সালে বরফ-ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে জরুরি অবতরণ করার সময়েযাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়ে ৭৭ জন আরোহী নিহত হয়েছিলেন।