ইরাকে সর্বোচ্চ সতর্কাবস্থা ঘোষণা জাতিসংঘের

মাথাভাঙ্গা মনিটর: ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের দ্রুত অগ্রগতিতে মানবিক সঙ্কট দেখা দেয়ায় সর্বোচ্চ সতর্কাবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ।কুর্দি কর্মকর্তারা বলছেন, ১ লাখ ৫০ হাজার শরণার্থী নিয়ে দুহক শহরেরপরিস্থিতি এখন জটিল আকার ধারণ করেছে। তবে যুক্তরাষ্ট্র মাউন্ট সিনজারেপালিয়ে গিয়ে আশ্রয় নেয়াদের অবস্থা ভালো বলে জানিয়েছে।
জরুরি অবস্থায় থাকা আরো তিনটি দেশ হচ্ছে সিরিয়া,দক্ষিণ সুদান এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।জাতিসংঘইরাকে ৩ মাত্রার জরুরি পরিস্থিতি ঘোষণা করায় কার্যকরভাবে মানবিক ত্রাণসরবরাহ করা সহজ হবে বলে জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি নিকোলে মাদেনোভ।তিনি মাউন্ট সিনজারে বাস্তুচ্যুত মানুষদের অবস্থা জটিল আকার ধারণ করেছে বলে উল্লেখ করেন।আন্তর্জাতিকঅঙ্গনে উদ্বেগ সৃষ্টির পর যুক্তরাষ্ট্র মাউন্ট সিনজারেরি পরিস্থিতি দেখতেসংক্ষিপ্ত একটি মিশন পরিচালনা করে। এ পর্যবেক্ষণে সেখানে মানুষ কম এবংপরিস্থিতি ভালো বলে জানায় তারা।