ইরাকে সরকারি বাহিনীর অভিযানে নিহত ৭৩

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের ফালুজা ও রামাদিতে সরকারি বাহিনীর অভিযানে ৭৩ জন নিহত হয়েছেন। স্থল অভিযানের সাথে সাথে শহর দুটিতে বিমান হামলাও চালানো হয়। রামাদির একটি ক্যাফেতে হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। গত শনিবার মধ্যরাতের পর রামাদির একটি খেলার মাঠে বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়। এছাড়াও আরো ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। আর ফালুজায় নিহত হয়েছে ২৩ জন। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই অল্পবয়সী বেসামরিক সাধারণ জনগণ। তবে ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি নিহতরা ইসলামিক স্টেটের জঙ্গি। অপরদিকে আইএসের দখলে থাকা ফালুজা শহরের সরকারি বাহিনীর অভিযানে নিহত ২৩ জনের মধ্যে পাঁচ নারী ও সাত শিশু রয়েছে।