ইরাকে বোমা হামলায় নিহত ৩৫

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের বিভিন্ন স্থানে বোমা হামলায়অন্তত ৩৫ জন নিহত হয়েছে। গত শুক্রবার একটি সুন্নি মসজিদে হামলারপ্রতিক্রিয়ায় পাল্টা হামলার ঘটনাগুলো ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার রয়টার্সের এক খবরে বলা হয়, এ হামলার ফলে দেশটিতে জাতিগত সহিংসতা আবারও বড় আকারে ছড়িয়ে পড়ছে।

গত শনিবার দেশটির উত্তরাঞ্চলের কুর্দি সংখ্যাগরিষ্ঠ তুলনামূলকস্থিতিশীল আধা স্বায়ত্তশাসিত অঞ্চল আরবিলে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয়এক টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা একটি গাড়িরআগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এদিকে কুর্দি বাহিনীকে লক্ষ্য করে কিরকুক শহরে পৃথক তিনটি হামলাচালানো হয়। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানাগেছে। বাগদাদের একটি গোয়েন্দা কার্যালয়ে গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত আটজননিহত হয়েছে। তিকরিত শহরে আত্মঘাতী হামলা চালিয়ে নয়জন শিয়া যোদ্ধাকে হত্যাকরা হয়।