ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সমর্থন

 

 

মাথাভাঙ্গা মনিটর:ইরাকেরপ্রেসিডেন্ট ফুয়াদ আল-মাসুম গত সোমবার পার্লামেন্টের ডেপুটি স্পিকার মি.আবাদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এদিকে ইরাকের প্রধানমন্ত্রীহিসেবে হায়দার আল-আবাদির নিয়োগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই আবাদির সাথে কথা বলেছেন এবং তাকে দ্রুত একটি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।তবেইরাকের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এ নিয়োগের কঠোর সমালোচনা করে বলেছেন, এটি স্পষ্টতই দেশের সংবিধানের লঙ্ঘন।ইরাকের উত্তরে ইসলামিক স্টেট সদস্যদের মোকাবেলায় কুর্দি যোদ্ধাদের সমর্থনেসেখানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টবারাক ওবামা ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে হায়দার আল-আবাদির নিয়োগকে দেশটিরসাম্প্রতিক সংকট উত্তরণে একটি কার্যকর পদক্ষেপ বলে অভিহিত করেছেন।তিনিবলেন, ইরাক একটি কঠিন সময় পার করছেএবং দেশটির বিবাদমান রাজনৈতিক দলগুলোরউচিত এর সমাধানে একত্রে কাজ করা।