ইভটিজিং কোনোভাবেই ক্ষমা করা হবে না

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন বলেছেন, নারী শিক্ষার অন্তরায় ইভটিজিং কোনোভাবেই ক্ষমা করা হবে না। পূর্বের কর্মস্থল চুয়াডাঙ্গার কয়েকটি ঘটনায় দণ্ডাদেশ প্রদানের উদাহরণ টেনে তিনি আরো বলেন, সকলের সহযোগিতা থাকলে ভালো কাজ করা সম্ভব। আমি কেমন আছি বা থাকবো সেটি বড় কথা নয়, বড় কথা হলো কাজ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সভাকক্ষে আয়োজিত পরিচিতি সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, পিএসকেএস নির্বাহী পরিচালক মোশারফ হোসেন, সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর, গাংনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, জেলা যুবলীগের সহসভাপতি সোহেল আহম্মেদ, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশসহ সাংবাদিকবৃন্দ।