ইবোলা ভাইরাসে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের ব্যাপারে আন্তর্জাতিকজরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।সুইজারল্যান্ডে বিশেষজ্ঞদের দু দিনব্যাপি জরুরি বৈঠক শেষে এ ঘোষণা এলো।ডব্লিউএইচওর কর্মকর্তা বলছেন,ইবোলা ভাইরাসের বিস্তার রোধ ঠেকাতে আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ অপরিহার্য।

ইবোলার সংক্রমণে এ বছর পশ্চিম আফ্রিকায় ৯৩০ জনের বেশিমানুষের মৃত্যু হয়েছে। এ ভাইরাসের দ্রুত বিস্তারকে ‘অস্বাভাবিক ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।ইবোলা ভাইরাসে সবচেয়েবেশি ক্ষতির শিকার হয়েছে গিনি,লাইবেরিয়া,নাইজেরিয়া ও সিয়েরালিওন। এ চারদেশে এক হাজার ৭০০-এর বেশি সংক্রমণের ঘটনা জানা গেছে। দেশগুলোতেস্বাস্থ্যসেবা খুবই দুর্বল। ইবোলা-সংক্রমণ রোধে সম্প্রতি ২০ কোটি ডলার (২০০মিলিয়ন ডলার) বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।