ইবিতে ভর্তি পরীক্ষা শুরু

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল রোববার শুরু হয়েছে। প্রথম দিনের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রথম শিফটে শুধু এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাকি তিন শিফটে কলা অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ২শ ৪০টি আসনের বিপরীতে মোট ১ হাজার ৯শ ৬০ জন ও বি ইউনিটে ৪শ ২০ আসনের বিপরীতে মোট ১৪ হাজার ৯শ ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার বিশ্ববিদ্যালয়ের ৫ অনুষদভুক্ত ৮ ইউনিটের অধীনে ১ হাজার ৬শ ৯৫ আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯শ ১০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। আজ সোমবার আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় যথাসম্ভব ত্রুটিহীনভাবে অনুষ্ঠিত করার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সকল প্রকার ম্যানুয়াল ও সাইবার জালিয়াতি রোধে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।’