ইবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্যান্যরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিংখ্যান বিভাগের শিক্ষক নিয়োগের বোর্ডকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহসভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়।