ইবিতে কর্মচারীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি: স্বতন্ত্র পে-স্কেল ও চাকরির বয়সসীমা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ ও সহায়ক কর্মচারী সমিতি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ও সহায়ক কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ছয় দফা দাবিতে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবিসমূহ হলো- স্বতন্ত্র পে-স্কেল, চাকরির বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫, জাতীয় পে-স্কেল, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্বের ন্যায় বহাল রাখা, পদোন্নতির নীতিমালা অনুযায়ী আর্থিক সুবিধাসহ শর্ত পুরোনের দিন থেকে পদোন্নতি প্রদান, কর্মচারীদের সন্তান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা অর্জন করলেই তাকে ভর্তি করানো এবং সিনেট সিন্ডিকেটসহ কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সকল কমিটিতে তাদের প্রতিনিধি রাখা। সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান সেতু প্রমুখ।