ইন্ডিয়ান মুজাহিদীন নেতা গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: নিষিদ্ধ ঘোষিত ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) ভারত অভিযানের বর্তমান প্রধান নেতা তাহসিন আখতার মনুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার এসএন শ্রীবাস্তব বলেছেন, ২৩ বছর বয়স্ক আখতারকে গত মঙ্গলবার সকালে নেপাল সীমান্তের কাকারভিটার কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি কাঠমান্ডু থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে দিল্লি পুলিশ গত মঙ্গলবার মনুকে গ্রেফতারের খবর জানালেও অন্য একটি সংবাদ মাধ্যমে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন একদিন আগেই। বোমা বিশেষজ্ঞ মনু পুলিশ হেফাজতে থাকার খবর সোমবারেই জানায়। নেপাল সীমান্ত দিয়ে বিপুল বিস্ফোরক দ্রব্যসহ ইন্ডিয়ান মুজাহিদীনের চার নেতা ধরা পড়ার একদিন পর মনুর গ্রেফতারের খবর এলো। বিভিন্ন রাজ্যে দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে ওয়ান্ডেট তালিকায় ছিলেন তিনি।