ইউপি নির্বাচনকে ঘিরে আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন : আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আলোচনাসভা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মনোনয়ন প্রত্যাশী ৪জন আবেদন করেন। কয়েক ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার আলোচনা। আলোচনায় কোনো প্রকার সুরাহা না হওয়ায় উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে জেলা কমিটিকে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জ একাডেমিতে আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক দেবেন্দ্রনাথ বাবুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান মাস্টার ও মোবাশ্বের হোসেন চৌধুরী দলীয় মনোনয়ন পেতে আবেদন করেন। একটি কক্ষে ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ৪ প্রার্থীকে সমন্বয় করতে বলেন, কোনো প্রকার সমন্বয় না হওয়ায় গোপন ব্যালটে ভোটের প্রস্তাব দেয়া হয়। আলোচনা শেষে কোনো প্রকার সমাধান না হওয়ায় ইউনিয়ন কমিটি উপজেলা কমিটির মাধ্যমে জেলা কমিটির হস্তক্ষেপ কামনা করে। আলোচনা শেষে হাসানুজ্জামান হান্নান নেতাকর্মীদের নিয়ে চুয়াডাঙ্গা আওয়ামী লীগের জেলা কার্যালয়ে উপস্থিত হন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি নেতাকর্মীদের আশ্বস্ত করেন। হাসানুজ্জামান হান্নানের সমর্থন বেশি বলে দাবি করেছেন তার কর্মী-সমর্থকরা।