ইউনিয়ন পরিষদ শক্তিশালী হলে জনগণ উপৃকত হবে

মুজিবনগর বাগোয়ান ইউপি পরিষদে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক

 

শেখ সফি: মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেছেন, জনগণের দোর গোড়ায় সেবা পোঁছে দেয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আর্থসামাজিক পরিবর্তন, এলাকার উন্নয়ন, ও শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনিয়ন পরিষদগুলোকে আরো শক্তিশালী করা গেলে জনগণ উপকৃত হবে। মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ম্যাগাজিন মুকুরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার দুপুরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যাগাজিন সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক গরীব উল্লাহ মণ্ডল। বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম তোতা, সুবেদার আবু তাহের ও ইউপি সদস্য নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক গোলাম বিশ্বাস।