ইউক্রেনের সংঘাত নিয়ে মুখোমুখি দুই পরাশক্তি

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনেসংঘাতে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে বলেঅভিযোগ করেছে মস্কো। একই সাথে সীমান্ত এলাকায় ইউক্রেন ও রাশিয়া পরস্পরেরবিরুদ্ধে গোলাগুলির জন্য একে অপরকে দায়ী করেছে। একবিবৃতিতে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের ঘটনাবলীরজন্য সত্যিকারের কারণ আড়াল করে যুক্তরাষ্ট্র কিয়েভে তার মিত্রদের রক্ষায়রাশিয়াবিরোধী কথাবর্তারপ্ররোচণা দিচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে করা অমূলক গণকটাক্ষপাতকেপ্রত্যাখ্যান করে। অপরদিকে, পেন্টাগন বলেছে, সীমান্ত বরাবর ইউক্রেনেরঅভ্যন্তরে রাশিয়ার ভারী ক্যালিবারের কামানের অবস্থান পরিবর্তনকে তারাআসন্নবলে বিশ্বাস করে। সংস্থাটি আরো জানিয়েছে, রাশিয়া বিদ্রোহীদেরআরো কিছু রকেট লাঞ্চার দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে প্রমাণ আছে।ইউক্রেনেবিধ্বস্ত মালয়েশীয় বিমানের নিহত যাত্রীদের আরো কিছু মৃতদেহনেদারল্যান্ডসে পৌঁছানোর পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তরফ থেকে এসব কথাবলা হলো।ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার জন্য ইউক্রেনেরপূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রবলছে, তারা বিশ্বাস করে, রাশিয়ার দেয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্যএসএ-১১ বাক ক্ষেপণাস্ত্র দিয়ে সম্ভবত ভুলবশত বিদ্রোহীরা যাত্রীবাহীবিমানটি ভূপাতিত করেছে। তবে রাশিয়া বিদ্রোহীদের ভারি অস্ত্রশস্ত্র দেয়ারকথাটি অব্যাহতভাবে প্রত্যাখ্যান করে আসছে। বিমানটি ভূপাতিত করার সময়নিজেদের নিয়ন্ত্রণে কোনো বাক ক্ষেপণাস্ত্র থাকার বিষয়টি নিয়ে ইউক্রেনেরবিদ্রোহীরা পরস্পরবিরোধী দাবি করেছে।