ইউক্রেইনে রুশ স্বার্থে আঘাত এলেই পাল্টা জবাব: রাশিয়া

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেইনে রুশ স্বার্থে আঘাত এলেই পাল্টা জবাব দেবে মস্কো। গতকাল বুধবার এক সাক্ষাতকারে তিনি বলেন, কিয়েভসরকার পূর্ব ইউক্রেইনে গত মঙ্গলবার থেকে ফের সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু করেছে।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মধ্যেই এ অভিযান শুরু হয়েছে।আমরা আক্রান্ত হলে জবাব দেবো।এ প্রসঙ্গে দক্ষিণ ওশেটিয়ার উদাহরণ টেনেল্যাভরভ বলেন, রুশদের স্বার্থের ওপর সরাসরি আঘাত এলে আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ২০০৮ সালে দক্ষিণ ওশেটিয়া ইস্যুতে জর্জিয়ার সাথেযুদ্ধে জড়ায় রাশিয়া। সেখানে রুশ বাহিনী জর্জিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েক দিন ধরেঅভিযান চালায়।ইউক্রেইন সঙ্কট নিরসনে কিয়েভ সরকার ১৭ এপ্রিলে জেনেভায় হওয়াচুক্তি বাস্তবায়ন করছে না বলে ফের অভিযোগ করেন ল্যাভরভ। এক বিবৃতিতে পূর্ব ইউক্রেইনথেকে সামরিক বাহিনী প্রত্যাহারের জন্য নতুন করে কিয়েভের প্রতি আহ্বানও জানানতিনি।ইউক্রেইন সরকার পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্রবিপ্লবের মুখে পড়েছে। বিচ্ছিন্নতাবাদীদেরকে মস্কো সহায়তা করছে বলে অভিযোগ করেছেকিয়েভ এবং পশ্চিমা দেশগুলো। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।