ইইউ’র পর নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথও

স্টাফ রিপোর্টার: ইউরোপীয় ইউনিয়নের পর এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে কমনওয়েলথ। গতকাল রোববার রাতে এ চিঠি দেয়া হয়। চিঠির বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক জানান, কমনওয়েলথ পর্যবেক্ষণে আসবে না জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও পরিবেশ না থাকায় তারা ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন না বলে ওই চিঠিতে বলা হয়েছে। এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানায়।